ওয়েব ডেস্ক: ভারতে তো বটেই গোটা ক্রিকেট বিশ্বই এখন কল্পনায় বুদ, 'মহেন্দ্র সিং ধোনি বোধহয় ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি খেলেই গুড বাই বলবেন ক্রিকেটকে'! এই কল্পনা কতটা বাস্তব হবে সে তো সময়ই বলবে, তবে নিজের অবসর নিয়ে খানিক ইঙ্গিত বোধহয় দিয়েই রাখলেন খোদ মহেন্দ্র সিং ধোনি। "এখন যেমন আছি, তাতে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ হাসতে হাসতেই খেলতে পারব", এক গাল হাসি নিয়ে নিজের অবসর জল্পনায় জল ঢাললেন বর্তমান ক্রিকেট বিশ্বের বেস্ট ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। তবে মাহি 'আনপ্রেডিক্টেবল'! ফিটনেস নিয়ে যেমন নিজেকে ১০০/১০০ দিলেন, তেমনই জীবনের রূঢ় বাস্তবকেও অস্বীকার করলেন না। মাহি বললেন, "কোনও কিছুই ১০০ শতাংশ হয় না। দু'বছর অনেকটা সময়। এই দুই বছরে অনেক কিছুর পরবর্তন হতে পারে। বিশেষ করে যেভাবে ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়াসূচি রয়েছে তা বেশ কঠিন পথ। এতটা পথ পেরিয়ে ভিনটেজ গাড়ি হওয়ার মতই অবস্থা হয়ে যায়। তখন অনেকটা যত্ন  নিতে হয়"। 


২০১৯ বিশ্বকাপ খেলা নিয়ে মাহি যেমন আশাবাদী তেমনই সাবধানীও। মহেন্দ্র সিং ধোনির কথাতেই তা স্পষ্ট। "সব কিছু দেখে এখনও পর্যন্ত আমি নিশ্চিত। কিন্তু, এই যে আমি বললাম, আগামী দুবছর জীবনে অনেক কিছুই ঘটতে পারে", ২০১৯ বিশ্বকাপ এবং নিজের অবসর নিয়ে এমনই উত্তর দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। (ধোনি, কোহলি, রাহানেরা পাবেন বছরে ২ কোটি)