ওয়েব ডেস্ক: আইপিএল নাইনে ধোনি ধামাকাও নেই, নেই সুপারজায়েন্টসদের দাপট। কার্যত বিদায় মাহির দলের। আইপিএল শুরুর প্রথম দিন থেকে ধোনি ধোনি যে হুঙ্কার চেন্নাই থেকে পুনে পর্যন্ত শোনা যাচ্ছিল, তা একেবারে শোক যাত্রায় পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে ধোনির ক্যাপ্টেনসি নিয়েও। গোটা ময়না তদন্তে প্রশ্ন উঠছে ধোনির 'পছন্দ' ও 'অপছন্দ' নিয়েও। আর 'অপছন্দে'র তালিকায় ইরফান পাঠানের নামের গুঞ্জন শুরু হতেই টুইটে বিদ্রুপের শিকার মহেন্দ্র সিং ধোনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইরফান পাঠান। অভিজ্ঞ অল রাউন্ডার। দল যখন একের পর এক হার নিয়ে ড্রেসিং রুমে ফিরছে, দল নির্বাচন নিয়ে স্পিকটি নট থেকেছেন ধোনি। বাঁহাতি সুইং বোলার ও বাঁহাতি পিঞ্চ-হিটার ইরফানকে কেন একটা ম্যাচ খেলিয়েই বসিয়ে রাখা হল? টুইটের পর টুইট, ধোনি চুপ!