IND vs AUS : হায়দরাবাদে অনুশীলনে চোট পেলেন মহেন্দ্র সিং ধোনি, অনিশ্চিত প্রথম ম্যাচে?
কিন্ত ফোরআর্মে আঘাত পাওয়ার পর ব্যাথা নিয়ে আর ব্যাটিং করেননি তিনি।
নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার আগে ধাক্কা ভারতীয় শিবিরে। অনুশীলনে চোট পেলেন মহেন্দ্র সিং ধোনি। যার ফলে শনিবার প্রথম একদিনের ম্যাচে মাহির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শুক্রবার হায়দরাবাদে অনুশীলনে সাপোর্ট স্টাফ রাঘবেন্দ্রর থ্রো ডাউনে ডান হাতের ফোরআর্মে চোট পান ধোনি। তার আগে অবশ্য নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন ধোনি। কিন্ত ফোরআর্মে আঘাত পাওয়ার পর ব্যাথা নিয়ে আর ব্যাটিং করেননি তিনি। চোট কতটা গুরুতর তা এখনও বোঝা যায়নি। চোট গুরুতর হলে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামতে পারবেন না ধোনি। যদি ধোনি ফিট না হয়ে ওঠেন সেক্ষেত্রে ঋষভ পন্থকে প্রথম একদিনের ম্যাচে উইকেট কিপিং করতে দেখা যেতে পারে।
আরও পড়ুন - IND vs AUS: হায়দরাবাদে প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
আবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিকল্প ভাবনাও করতে পারেন। কেএল রাহুল এবং আম্বাতি রায়াডু প্রথম একাদশে খেললে রাহুলও কিন্তু কিপিং করতে পারবেন। সেক্ষেত্রে বিশ্বকাপের আগে বেশ কয়েকটি বিকল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের।