ওয়েব ডেস্ক: রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির সম্পর্কের সমীকরণটা এতদিন লোক জেনে গিয়েছে। দু'জনেরই রয়েছে দু'জনের প্রতি অগাধ শ্রদ্ধা। এবার টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে এসে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট জিতে উঠেই ক্যাপ্টেনের বন্দনায় মাতলেন কোচ। হ্যাঁ, রবি শাস্ত্রীর বিশ্বাস, বিরাট কোহলি অচিরেই ক্যাপ্টেন হিসেবে ধোনির মতোই অনেক কিছু পাবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিশ্বকাপ হয়তো পাননি কিন্তু দেশে ফিরে মিতালি কী পেলেন দেখুন


একটি সাক্ষাত্কারে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন, 'আমি প্রায় ৩৫ বছর ধরে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছি। কখনও ক্রিকেটার হিসেবে। কখনও ধারাভাষ্যকার হিসেবে। কখনও বা কোচ হিসেবে। সচিন তেন্ডুলকরের পরে আমি বিরাট কোহলি ছাড়া বিশ্বের আর কোনও ক্রিকেটারকে দেখিনি যে, প্রতিদিন নতুন নতুন রেকর্ড ভাঙছে এবং গড়ছে। মাহি সাফল্যের বিচারে দেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন। কিন্তু, বিরাট যে ক্ষিপ্র গতিতে নিজের প্রাপ্তির ঝোলা পূর্ণ করছে, তাতে খুব শীঘ্রই ক্যাপ্টেন হিসেবে মাহি যা যা জিতেছে, বিরাটও সেগুলো অর্জন করবে।'


আরও পড়ুন  জানুন, নিজের টেস্ট অভিষেক নিয়ে কী বললেন হার্দিক পাণ্ডিয়া