নিজস্ব প্রতিবেদন: শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৭ রান। প্রথম বলেই ডোয়েন প্রিটোরিয়াসকে (Dwaine Pretorius) ফিরিয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) চাপ বাড়িয়ে দিয়েছিলেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। দ্বিতীয় বলে ডোয়েন ব্রাভো (Dwayne Bravo) একটা খুচরো রান নিতেই ক্রিজে এলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ব্যস বাকিটা ইতিহাস। শেষ চার বলে ১৬ রান তুলে দলকে অবিশ্বাস্য এনে দিলেন 'ফিনিশার' মাহি। আর তাই ম্যাচ জিতেই 'ক্যাপ্টেন কুল'কে ধন্যবাদ জানিয়ে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) জানিয়ে দিলেন যে, বিশ্বের সেরা 'ফিনিশার' শেষ বল পর্যন্ত খেললে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচ হারবেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচ শেষে সিএসকে অধিনায়ক বলছিলেন, "সত্যি বলতে আমরা খুব টেনশনে ছিলাম। যেভাবে ম্যাচ গড়াচ্ছিল, তাতে টেনশন বাড়ছিল। একটা সময় পর্যন্ত আমরা এটা ভেবে নিশ্চিত ছিলাম যে খেলাটার সেরা ফিনিশার ক্রিজে রয়েছে। যদি মাহি ভাই শেষ বল পর্যন্ত খেলে, তাহলে আমরা জানতাম যে আমরা ম্যাচটা জিততে পারব। সারা বিশ্বকে ধোনি ভাই দেখিয়ে দিয়েছে ও এখনও ফুরিয়ে যায়নি। এখনও পর্যন্ত খেলা শেষ করার ক্ষমতা রাখে মাহি ভাই।" 





ড্যানিয়েল স্যামস চারটি উইকেট নিলেও মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাতে পারলেন না। শেষ ওভারে সব হিসেব বদলে দিলেন ধোনি। টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠায় চেন্নাই। ২০ ওভারে মুম্বই করে ৭ উইকেটে ১৫৫ রান। শেষ ওভারে অসাধ্যসাধন করলেন ধোনি। ফের দেখা গেল 'ফিনিশার' ধোনিকে। ফলে আইপিএল-এর ইতিহাসে এই প্রথমবার পরপর সাতটি ম্যাচ হারল পাঁচবারের জয়ী দল। 



বয়স হয়ে গেলেও এখনও যে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন সেটা দেখিয়ে দিলেন 'ফিনিশার' ধোনি। ১৩ বলে ২৮ রান করলেন। শেষ বলে চার মেরে দলকে তিন উইকেটে জিতিয়ে দিলেন তিনি। তাঁর দাপটে নিজেদের সাত নম্বর ম্যাচও হেরে গেল মুম্বই। সাত ম্যাচে সাত হারের জেরে চলতি আইপিএল-এ (IPL 2022) লজ্জার নজির গড়লেন রোহিত শর্মার (Rohit Sharma) দল।  


আরও পড়ুন: IPL 2022, CSK vs MI: শেষ ওভারে 'ফিনিশার' MS Dhoni ধামাকা, ৩ উইকেটে Mumbai-কে হারাল Chennai


আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন Arun lal! কিন্তু কেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)