নিজস্ব প্রতিবেদন- লকডাউনে ক্রিকেট বন্ধ। মহেন্দ্র সিং ধোনি অবশ্য ক্রিকেট থেকে দূরে গিয়েছেন লকডাউনের আগেই। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলার পর থেকেই আর ভারতীয় দলের জার্সি গায়ে তোলেনি ধোনি। ভারতীয় দলে তিনি ফিরতে পারবেন কিনা তাই নিয়ে এখন প্রশ্ন উঠেছে। ধোনি অবশ্য বরাবরের মতো নির্লিপ্ত। তিনি সেসবে কান দেননি। বরং রয়েছেন নিজের মতোই। এরই মধ্যে ধোনি সেনার ডিউটি করে ফিরেছেন। তারপর আইপিএলে চেন্নাই শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু এরপরই সারাদেশে লকডাউন হয়ে যায়। ফলে চেন্নাই শিবির থেকে সোজা রাঁচিতে চলে আসেন তিনি। সেখানেই ফার্ম হাউসে নিজের পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বজয়ী অধিনায়ক এখন ক্রিকেটের মধ্যে নেই। তাই অন্য কিছু করার সময় পাচ্ছেন। বসে থাকার মানুষ নন তিনি। এবার তাই ট্রাক্টর কিনে চাষবাস শুরু করে দিয়েছেন এম এস। জানা গিয়েছে, কয়েক দিন আগেই আট লাখ টাকা দিয়ে একটি ট্রাক্টর কিনেছিলেন ধোনি। নিজের ফার্ম হাউসের বিস্তীর্ণ জমিতে অর্গানিক চাষের পরিকল্পনা করেছিলেন তিনি। আর তাই ট্রাক্টর চালানো শিখে নিয়েছেন। অবসর সময়ে নিজের হাতেই অরগানিক চাষ করবেন বলে ঠিক করেছিলেন ধোনি। বহুদিন আগে থেকেই নিজের ফার্ম হাউসে সেই প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। এবার লকডাউনে সেই প্রস্তুতি আরো বেড়েছে। ধোনি এখন নিজে হাতে শুরু করেছেন অরগানিক চাষ। 


আরও পড়ুন- কথা রাখতে পারলেন না সৌরভ গাঙ্গুলি, বিপদে পড়েছেন ক্রিকেটাররা



ধোনির আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই-এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। সেখানেই দেখা যাচ্ছে নতুন ট্রাক্টরের সঙ্গে ধোনিকে। এমনিতেই ধোনির যে কোনও গাড়ির প্রতি প্রেম রয়েছে। দু চাকা হোক বা চার চাকা, ভালোবাসা রয়েছে সবেতেই। নতুন ট্রাক্টরের প্রতিও তাই একই রকম টান তাঁর। নতুন ট্রাক্টর নিয়ে ধোনি নেমে পড়েছেন জমিতে চাষের জন্য। যা যা করা প্রয়োজন তা করছেন নিজে হাতেই। ক্রিকেট থেকে দূরে। কিন্তু নিজের জীবনের অন্য কাজগুলো সেরে রাখছে চাইছেন এমএস।