নিজস্ব প্রতিবেদন:  এমএস ধোনি এবং শোয়েব মালিকের মধ্যে অসম্ভব মিল খুঁজে পাচ্ছেন সানিয়া মির্জা। ধোনিকে দেখে স্বামী শোয়েব মালিককে মনে পড়ে সানিয়ার।
 আসলে শোয়েব মালিক যখন পাকিস্তানের অধিনায়ক ছিলেন তখন মাঠে ঠান্ডা মেজাজেই ধোনির মতো কঠিন পরিস্থিতি নাকি সামাল দিতেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় টেনিস এর গ্ল্যামার গার্ল বলেছেন, "ব্যক্তিত্বের দিক থেকে শোয়েবের সঙ্গে ধোনির প্রচুর মিল আছে। ওরা খুব শান্ত। তবে মজার। মাঠে প্রচন্ড ঠান্ডা থাকে দুজনেই। ধোনিকে দেখে আমার শোয়েবের কথাই মনে হয়।"


চুপিসারে অবসর নিয়েছেন ধোনি। বিষয়টা বেশ লেগেছে সানিয়ার। তাঁর মতে, " ধোনি যদি মনে করত নিজের অবসরটা নিয়ে উৎসব করবে, করতেই পারত। কিন্তু সেটা করেনি। ধোনি বড় তারকা। জীবনে প্রচুর কিছু পেয়েছে। দেশকে প্রচুর দিয়েছে। আমার দেখা অন্যতম সেরা ক্রীড়াব্যক্তিত্বের নাম ধোনি।"


আরও পড়ুন - ব্যাট সারিয়ে দেওয়া আশরাফ চাচার চিকিত্সার জন্য এগিয়ে এলেন সচিন