ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টকেও এবার টপকে গেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই ইনিংস খেলতে খেলতেই তিনি ভাঙলেন গিলক্রিস্টের রেকর্ড। গিলি ২৮২ একদিনের ম্যাচে করেছিলেন ৯৪১০ রান। শুক্রবার তাঁকে টপকে গেলেন ধোনি। ২৯৪ একদিনের ম্যাচে ধোনির রান এখন দাঁড়াল ৯৪৪২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানে হারাল ভারত


আপাতত, মহেন্দ্র সিং ধোনি এখন বিশ্বের উইকেট কিপারদের মধ্যে দ্বিতীয় স্থানে রইলেন সবথেকে বেশি রান করার বিচারে। তাঁর আগে শুধুমাত্র রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা। ৩৬০ ম্যাচে সঙ্গকারার রান ১৩৩৪১।


আরও পড়ুন  মেক্সিকোকে হারিয়ে কনফেডারেশন কাপের ফাইনালে জার্মানি