ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির মুকুটে জুড়ল নয়া পালক। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের হয়ে ১০০টি স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের ৪৩ তম ওভারে ‌যুজবেন্দ্র চহলের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে স্টাম্প করেন ধোনি। এনিয়ে নীল জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি স্টাম্পিংয়ের মালিক হলেন।


আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য এটা ভারতের প্রাক্তন অধিনায়কের ১০৩ তম স্টাম্পিং। তিনটি স্টাম্পিং করেছেন এশিয়া একাদশের হয়ে খেলে। শ্রীলঙ্কায় একদিনের সিরিজেই স্টাম্পিংয়ে সঙ্গাকারার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন মাহি। শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার কুমার সঙ্গকারার ঝুলিতে রয়েছে ৯৯টি স্টাম্পিং। তিনি খেলেছেন ৪০৪টি ম্যাচ। ধোনি স্টাম্পিংয়ের সেঞ্চুরি করেছেন ৩০১টি ম্যাচে। ধোনি-সঙ্গকারার পরে রয়েছেন শ্রীলঙ্কার রমেশ কালুভিথারানা। তাঁর সংগ্রহে ৭৫টি স্টাম্পিং। 


আরও পড়ুন, চেন্নাইতে সেঞ্চুরি না করেও সেঞ্চুরি পেলেন ধোনি!