নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ায় এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL। ক্রোড়পতি লিগের ১৩ তম সংসংস্করণ আদৌ হবে কিনা সেই নিয়ে ধন্দে সবাই। আর যদি শেষ পর্যন্ত এবার আইপিএল না হয়, তাহলে জাতীয় দলে ফেরা বেশ কঠিন  প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির কামব্যাক নিয়ে প্রশ্ন উঠলেও ক্যাপ্টেন কুলকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন প্রাক্তন অজি তারকা মাইকেল হাসি। এমএস ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার বললেন হাসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চেন্নাই সুপার কিংসে ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে মাইকেল হাসির। বিশ্বের সেরা ফিনিশার হিসেবে ধোনিকে দেখছেন হাসি। তাঁর মতে, " রান তাড়া করার সময় কখনই আমি ধোনিকে চাপে পড়তে দেখিনি। এটাই ওর সবচেয়ে বড় গুন। প্রতিপক্ষ তই কঠিন হোক না কেন মাহি ক্রিজে কখনও মেজাজ হারায়নি। সবচেয়ে বড় ব্যাপার হল ধোনি নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। বড় শট খেলতে ও সিদ্ধহস্ত! শক্তিও আছে ওর। তবে ঠাণ্ডা মাথা মাহির সম্পদ। চাপের মুহূর্তে ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করতে আমি আর কোনও ফিনিশারের মধ্যে এই গুন দেখিনি। আমার দেখা বিশ্বের সর্বকালের সেরা ফিনিশার ধোনি। "



আরও পড়ুন -  লকডাউনের মেয়াদ বাড়ল দেশে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL