নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপ শেষ। তবু ধোনির অবসর জল্পনা নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট। একেবারে যেন হটকেক এমএসডি। সিংহভাগের ধারণা ক্রিকেট থেকে হয়তো সরে দাঁড়াবেন মহেন্দ্র সিং ধোনি। সূত্রের খবর, এখনই হয়তো ক্রিকেটকে বিদায় জানাবেন না তিনি। দলে থেকে অন্য ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বিশ্বকাপ শেষে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই প্রত্যাশিত ছিল ভারতীয় ক্রিকেট সার্কিটে। কিন্তু এখনও তা হয়নি... শুক্রবার ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা। তার আগে সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এটা সাময়িক। দলে থেকেই ট্রানজিশন ফেজে টিম ইন্ডিয়াকে সাহায্য করবেন আগামী দিনের জন্য।


আরও পড়ুন - আন্তর্জাতিক স্তরে ১৫ দিনে ৪ সোনা! স্বপ্নের দৌড়ে হিমা দাস


অর্থাত্, দলে থাকবেন, কিন্তু খেলবেন না। বিষয়টা এরকম, দলের সঙ্গে থাকলেও তিনি প্রথম একাদশে খেলবেন না, ঋষভ পন্থের মেন্টর হিসেবে থাকবেন মাহি। বোর্ড সূত্রের খবর, সময় মতোই ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন ধোনি। তবে তার আগে নিজের উত্তরসূরিকে তৈরি করে দিয়েই জায়গা ছাড়তে চান এমএসডি।