ওয়েব ডেস্ক: আরও এক রেকর্ডের দোরগোড়ায় ভারতের 'সব থেকে সফল' অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম টি-টোয়ন্টি বিশ্বকাপ জয়, লর্ডসে ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপ জয়ের ২৮ বছর পর ভারতকে দ্বিতীয়বার বিশ্বজয়ী করা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করা, এসব ক্যারিশ্মা তিনি অনেক আগেই দেখিয়েছেন। এবার ধোনি এমন এক রেকর্ডের সামনে যেখানে ম্যাচে কোনও রান না করলেও '৩০০' হবে তাঁর। কী, শুনেই অবাক লাগছে তো? কিন্তু এটাই স্যতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ খেলতে ভারতীয় দল যখন কলম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামে নামবে তখন নিজের ক্রিকেট জীবনের ৩০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলবেন ধোনি। সচিন টেন্ডুলকর (৪৬৩), রাহুল দ্রাবিড় (৩৪৪), মহম্মদ আজহারুদ্দিন (৩৩৪), সৌরভ গাঙ্গুলি (৩১১), যুবরাজ সিংয়ের (৩০২) পর ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন গড়তে চলেছেন 'রাঁচিরাজ' মহেন্দ্র সিং ধোনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধোনি ফ্যাক্টস:  


- এখনও পর্যন্ত ২৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ধোনির রান ৯,৬০৮। এর মধ্যে রয়েছে ১০টি শতরান এবং ৬৫টি অর্ধশতরান। ধোনির ব্যাটিং গড় ৫১.৯৩।


- জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে নিজের সর্বোচ্চ স্কোর ১৮৩ রান করেছিলেন মাহি (৩১, অক্টোবর, ২০০৫)।


- একদিনের আন্তর্জাতিকে মহেন্দ্র সিং ধোনির অভিষেক হয়েছিল ২০০৪ সালের, ডিসেম্বর মাসে। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে নিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ধোনি। 


- ধোনি এখন ভারতের চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার। সচিন টেন্ডুলকর (১৮,৪২৬), সৌরভ গাঙ্গুলি (১১,২২১), রাহুল দ্রাবিড়ের (১০,৭৬৮) পরেই মহেন্দ্র সিং ধোনি (৯,৬০৮)। 


- রান তাড়া করতে নেমে ৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে ক্রিকেটের 'বেস্ট ফিনিশারে'র মুকুট অর্জন করেছেন ধোনি।


- ৭২টি একদিনের ম্যাচে অপরাজিত। দক্ষিণ আফ্রিকার শন পোলক এবং শ্রীলঙ্কার চামিন্ডা ভাসের সঙ্গে এই রেকর্ড রয়েছে ধোনির। 


- আফ্রিদি (৩৫১), জয়সূর্য (২৭০) এবং ক্রিস গেইলের (২৩৮) পর মহেন্দ্র সিং ধোনি (২০২) চতুর্থ ক্রিকেটার যিনি ২০০টির বেশি ছক্কা হাঁকিয়েছেন। 


- বিশ্ব ক্রিকেটে ধোনিই একমাত্র ব্যাটসম্যান যিনি ৬ নম্বরে ব্যাট করতে এসে ৩৭৩৮ রান করেছেন। ৬ নম্বরে ব্যাট করতে আসা কোনও ব্যাটসম্যানই এত রানের মালিক হতে পারেননি।  


- উইকেটের পিছনে দাঁড়িয়ে ৯৯টি স্টাম্পিং। ধোনির আগে একমাত্র কুমার সাঙ্গাকারারই ছিল এই রেকর্ড।