জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা| রাত পোহালে একাদশতম আইপিএলের বোধন| মুখোমুখি গতবারের লিগ শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়েন্ট এবং কাপজয়ী মুম্বই সিটি এফসি| বিষ্যুদবার দুপুরে মোহনবাগান তাঁবুতে সাংবাদিক বৈঠকে এসেছিলেন মুম্বইয়ের কোচ পিটার ক্র্যাটকি ও এই মরসুমে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পাওয়া দলের ষ্টার লালিনজুয়ালা ছাংতে| 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mohun Bagan: রাত পোহালে আইএসএল বোধন, মহারণের আগে মুখোমুখি মোহন কোচ


মুম্বইয়ের কোচ ক্র্যাটকি বলছেন, 'মোহনবাগান দুর্দান্ত দল| লিগ শুরু করার জন্য এর চেয়ে ভালো প্রতিপক্ষ হতে পারে না| ওরা লিগের বেঞ্চমার্ক| শক্তিশালী দল ওরা, তবে আমরাও  ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামব|  আশা করি ফ্রাইডে নাইট জমে যাবে| মানসিকতা এবং ফোকাস একই আছে| তিন পয়েন্টের জন্যই মাঠে নামব|'  লালেংমাওয়াইয়া রালতে (আপুইয়া) ও লালিনজুয়ালা ছাংতে| ঠিক এক মরসুম আগেও একসঙ্গে তাঁদের নাম উচ্চারণ হত আইএসএলে| কারণ দু'জনেরই ক্লাব ছিল মুম্বই সিটি এসফি-তে| 


দুই প্রাণের বন্ধুর পথ এখন আলাদা হয়ে গিয়েছে| ছাংতে এই মরসুমে মুম্বইকে নেতৃত্ব দেবেন| অন্যদিকে মুম্বই থেকে আপুইয়াকে বিরাট হাইজ্যাক করে, মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে এসেছে কলকাতায়| এখন তিনি সবুজ-মেরুনের 'মিডফিল্ড জেনারেল'| 


ছাংতে বলছেন, 'আপুইয়াকে পুরো মরসুমের জন্য আমার শুভেচ্ছা তবে আমি মোহনবাগানকে একদম আলাদা চোখে দেখছি না| তার কিছু কারণ আছে| আমার চোখে সকলেই এক| জানি মোহনবাগান দারুণ প্রতিপক্ষ| তবে আমরাও হোমওয়ার্ক করে মাঠে নামছি| সেরাটাই আমরা উজাড় করে দেব| নতুন কোচ আমাদের অনেকটাই বদলে দিয়েছেন তবে লক্ষ্য বদলায়নি| একই মানসিকতা নিয়ে খেলব|'


শুধু রালতেই নন, নোগুয়েরা, দিয়াজ ও রাহুল ভেকের মতো তারকারা বেরিয়ে গিয়েছেন| তবে এসেছেন গ্রিসের স্ট্রাইকার নিকোলাস করেলিস| কোচ আশাবাদী দল নিয়ে| বিশ্বাস করছেন ফুল ফোটানোর| সম্প্রতি মুম্বই-মোহনবাগান ম্যাচ পেয়েছে ভারতীয় ফুটবলের 'বিগেস্ট রাইভালরি'র তকমা| দেখা যাক মুম্বই যুবভারতীতে জিতে শুরু করতে পারে কিনা!


আরও পড়ুন:  Apuia: 'বন্ধু যেন গোল না করে'! তৈরি আপুইয়া, মুম্বইকে বুঝে নেবেন মিডফিল্ড জেনারেল



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)