বুকে ব্যথা নিয়েই ব্যাটিং, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ক্রিকেটারের
খেলতে খেলতেই হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যেতেই চিকিত্সকরা বলল, দেরি হয়ে গিয়েছে। রবিবারই হৃদরোগে আক্রান্ত হয় মারা গেল ২৪ বছরের বৈভব কেসরকর।
নিজস্ব প্রতিবেদন: জীবন কত অনিশ্চিত, তাই না? যার জন্য জীবন বাজি রাখা, সেই কি না জীবন কেড়ে নেয়। হ্যাঁ, জীবন এভাবেই বিশ্বাঘাতকতা করে। একটু অসবধান হলেই আর সময় দেয় না, সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়ে আসে চরম পরিণতি, জীবন এমনই।
আরও পড়ুন- ব্যাট দিয়ে টসে চরম বিপত্তি! না পড়ল হিলস, না ফ্ল্যাটস
এই তো গত রবিবার। দিব্যি ক্রিকেট খেলছিল বৈভব কেসরকর। বুকে যন্ত্রণা হচ্ছিল, তবুও ব্যাট করে যাচ্ছিল। টেনিস ক্রিকেট প্রতিযোগিতায় দলকে জেতাতেই হবে। তখন বুকের ব্যথাকে তুচ্ছই মনে হয়েছিল তাঁর। তবে এই অসবধানতাই ডেকে নিয়ে এল কালবৈশাখী। খেলতে খেলতেই হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যেতেই চিকিত্সকরা বলল, দেরি হয়ে গিয়েছে। রবিবারই হৃদরোগে আক্রান্ত হয় মারা গেল ২৪ বছরের বৈভব কেসরকর।
(বৈভব কেসরকর)
আরও পড়ুন- অবনীর খোঁজে কুকুর নামিয়েছিলেন, এবার পুলিসের জালে দেশের প্রথম সারির গলফার জ্যোতি
মুম্বইয়ে এই ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার ঘটল। মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে সেখানে। তবে সেটা ক্রিকেট খেলতে গিয়ে নয়। এর আগে সৌম্য বিদ্যাবিহার কলেজের এক ছাত্রেরও হার্ট অ্যাটাকে প্রাণ যাওয়ার ঘটনা ঘটেছে।