জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের আইপিএল-এর (IPL) সঙ্গে জুড়ে গেল স্বার্থের সংঘাতের প্রসঙ্গ। এ বার মারাত্মক অভিযোগ উঠল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মালকিন নীতা আম্বানির (Nita Ambani) বিরুদ্ধে। কেন তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল? সেটা জানতে চেয়ে রোহিত শর্মাদের (Rohit Sharma) মালকিনের বক্তব্য জানতে চেয়েছে বিসসিআই (BCCI)। কেন অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে? মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মুকেশপত্নী নীতা। তিনি আবার রিলায়েন্সের অন্যতম ডিরেক্টরও। এই রিলায়েন্সই আইপিএল-এর মিডিয়া সত্ত্ব কিনেছে। তাই সেই হিসাব মতো স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। সেটা নিয়ে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে নীতাকে বোর্ড কর্তাদের বিস্তারিত জানাতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি রেকর্ড অঙ্কে বিক্রি হয়েছে আইপিএল সম্প্রচারের সত্ত্ব। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ২৩,৭৫৮ কোটি টাকা দিয়ে এই মেগা টুর্নামেন্টের ডিজিটাল সত্ত্ব কিনে নিয়েছে রিয়ালেন্সের ভায়াকম ১৮। অর্থাৎ ভারতের দর্শকরা ভায়াকম ১৮-এর প্ল্যাটফর্মে অনলাইনে আইপিএলের ম্যাচ দেখতে পাবেন। আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় আইপিএল সম্প্রচারের টিভি ও ডিজিটাল- উভয় সত্ত্বই কিনেছে রিলায়েন্স। অথচ এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিরই অন্যতম ডিরেক্টর নীতা আম্বানি। যিনি কি না, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই দলের মালিক। সেই কারণেই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য সঞ্জীব গুপ্ত। প্রসঙ্গত, এর আগে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়-সহ একাধিক ক্রিকেটার এবং অফিসিয়ালের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন এই সঞ্জীব গুপ্তই। এ বার তাঁর নিশানায় নীতা আম্বানি। 


আরও পড়ুন: Virat Kohli : রোহিত, দ্রাবিড়ের জমানায় কোহলি, রাহুলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কালো মেঘ! কিন্তু কেন?


আরও পড়ুন: Neeraj Chopra, CWG 2022: নীরজকে 'নিজের ছেলে' বললেন আরশাদ নাদিমের কোচ


শোনা যাচ্ছে, তাঁর এই অভিযোগের ভিত্তিতেই নীতা আম্বানির কাছে এ বিষয়ে জবাব তলব করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। নীতা আম্বানির লিখিত বক্তব্য জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন বিসিসিআই-এর এথিক্স অফিসারের পদে থাকা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিনীত শরণ। ২ সেপ্টেম্বরের মধ্যে নিজের বক্তব্য পেশ করতে হবে তাঁকে। তাঁর সাফাইয়ের উপরই বিসিসিআইয়ের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)