ওয়েব ডেস্ক: জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই শতরান। তাও আবার টেস্টে। মায়ানগরীর বাইশ গজে মায়া ছড়িয়ে দিলেন কিটন জেনিংস। অভিষেকেই শতরান করে দক্ষিণ আফ্রিকা জাত ২৪ বছরের এই ওপেনার। হাসিব হামিদ চোট পাওয়ায যাকে অনেকটা ঝুঁকি নিয়েই দলে নেওয়া হয়েছিল। জেনিংস নিজের জাত চেনালেন। অ্যান্ড্রু স্ট্রস, কেভিন পিটারসেনেদের মতই দক্ষিণ আফ্রিকায় জন্ম জেনিংস যে এভাবে জ্বলে উঠবেন তা ভাবা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুপুরে মনে হচ্ছিল মুম্বই টেস্টের প্রথম দিনের সব শিরোনাম জেনিংসকে নিয়েই হবে। কিন্তু না, দুপুর গড়াতেই অন্য ছবি। রবীচন্দ্রন অশ্বিন ভয়ঙ্কর হয়ে উঠলেন। যখন মনে হতে শুরু করল প্রথম দিনটা ইংল্যান্ডের হচ্ছে, অশ্বিন তখনই কেরামতি দেখালেন। ২ উইকেটে ২৩০ রান থেকে ২৮৮ রানের মধ্যে অর্ধেক ইনিংস গুঁটিয়ে গেল ব্রিটিশদের। কুক, রুট ফিরে যাওয়ার পর জেনিংস-মইন ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। দুজনে তৃতীয় উইকেটে ৯৪ যোগ করার পর মনেই হচ্ছিল কোহলিদের বিরাট ব্যথা অপেক্ষা করছে।  


মইন আলি অর্ধশতরান পূর্ণ করার পরই ভূলটা করলেন। অশ্বিনের পাতা ফাঁদে পা দিয়ে আউট হলেন মইন (৫০)। একটা বল পরেই জেনিংস- (১১২) কে ফিরিয়ে ফের ধাক্কা। এরপর বেয়ারস্টো (১৪)। তাসের ঘরের মত ভেঙে না পড়লেও তুমুল বৃষ্টিতে কাঠবোর্ডের ঘরের কায়দায় নেতিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। অশ্বিন নিলেন ৪ উইকেট, জাদেজা ১টা। মানে সব উইকেটই নিলেন স্পিনাররা। ম্যাচের প্রথম দিনেই। শুরুতেই বুঝিয়ে দিল পিচ কেমন।


সব মিলিয়ে বলিউড নগরে বলিউডি চিত্রনাট্যর নিয়ম মেনেই এগোচ্ছে টেস্ট। সব তো ফার্স্ট ডে ফার্স্ট শো, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত...