আগামী ২ সেপ্টেম্বর কলকাতায় আসছেন মুথাইয়া মুরলিথরন। বুধবার তিনি ফোন করেছিলেন সিএবির যুগ্মসচিব সৌরভ গাঙ্গুলিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুরলিথরন  ভিসন টোয়েন্টি-টোয়েন্টির পরবর্তী ট্রেনিং সূচি নিয়ে সৌরভের সঙ্গে বিস্তারিত আলোচনাও সেরে নেন। তারপরই বৃহস্পতিবার সিএবির অপর যুগ্মসচিব সুবীর গাঙ্গুলিকে টেলিফোনে তার আসার কথা জানিয়ে দেন। অক্টোবরে যেহেতু তাকে অস্ট্রেলিয়া যেতে হবে তাই তিনি সেপ্টেম্বরের শুরুতেই এই ক্যাম্প সেরে নিতে চান। মেল করে ট্রেনিং সূচি সিএবিকে পাঠিয়ে দিয়েছেন মুরলি।


সহকারী কোচ রণদেব বসু ও জয়দীপ মুখার্জিকে ট্রেনিংয়ের বিষয়বস্তু জানিয়ে ক্রিকেটারদের প্রস্তুত রাখতে বলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন এই স্পিনার।