জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের আবহে শহরে ঘুরে গেলেন মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan) আগামী ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে মুরলীর বায়োপিক ‘৮০০’ (800)। আসন্ন ছবির প্রচারেই শহরে এসেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Muttiah Muralitharan: বায়োপিকে সম্মতি ছিল না প্রথমে! রাজি হয়েছেন এই কারণে, কলকাতায় অকপট কিংবদন্তি


মুরলী থাকবেন আর ক্রিকেটের কথা হবে না, সেটা তো আর হতে পারে না। বৃহস্পতিবার ধর্মতলার এক হোটেলে মুরলী ছাড়াও ছিলেন তাঁর বন্ধু ও 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়। এসেছিলেন পর্দার মুরলী মধুর মিত্তল ও ছবির পরিচালক এমএস শ্রীপথি। 


কলকাতার সাংবাদিকদের মুরলীর কাছে প্রশ্ন ছিল বিশ্বকাপ নিয়েই। মুরলীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, বিশ্বকাপের শেষ চারে তিনি কোন কোন দেশকে দেখছেন? শ্রীলঙ্কাকে কি তিনি আদৌ দেখছেন খেতাবের লড়াইয়ে? মুরলীর নজর থাকবে কোন স্পিনারদের দিকে? মুরলী জানালেন, তাঁর বিচারে বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর সুযোগ রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার কাছে। তিনি বলেছেন, 'দেখুন, ভারত এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছে। ইংল্যান্ডও কিন্তু যথেষ্ট ব্যালেন্সড দল। এ ছাড়া বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল অস্ট্রেলিয়াকে কখনওই সেমিফাইনালের লড়াই থেকে বাদ দেওয়া সম্ভব নয়।' 


শ্রীলঙ্কার বিষয়ে মুরলীর পর্যবেক্ষণ, তাঁর দেশের দলে একাধিক তরুণ রয়েছে। সঙ্গে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন। তাঁরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে শেষ চারে শ্রীলঙ্কাকে না দেখার মতো কোনও বিষয় নেই। মুরলীর নজরে রয়েছেন চার স্পিনার। তার মধ্যে তিনজনই বিদেশের। একজন ভারতের। মুরলী বলছেন, 'এটা দুর্ভাগ্যজনক যে, ওয়ানিন্দু হাসারঙ্গা নেই। তবে নজর থাকবে রশিদ খান, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের দিকে'। মুরলী মনে করেন যে দারুণ জমে যাবে বিশ্বকাপ'।


আরও পড়ুন: স্পোর্টস ভালোবাসেন? অথচ এই বায়োপিকগুলির খোঁজ রাখেননি?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)