নিজস্ব প্রতিবেদন : সোমবার জয়পুরে রাজস্থানের জোট বাটলারকে রবিচন্দ্রন অশ্বিন রান আউট করা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।  অনেকেই বলছেন, অন্তত একবার হলেও বাটলারকে আগে সতর্ক করে দিতে পারতেন পঞ্জাব অধিনায়ক। কিন্তু অশ্বিন তা করেননি। তাই এই ঘটনার জন্য অশ্বিনের দুঃখপ্রকাশ করা উচিত্। ক্রিকেট স্পিরিটের কথা তুলে অনেকেই আবার অশ্বিনের মুণ্ডপাত করেছেন। তাঁর আচরণ একেবারেই খেলোয়াড়চিত ছিল না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে নস্যাত্ করে দিলেন খোদ অশ্বিন। সোমবারই সাংবাদিক সম্মেলনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, "ক্রিকেটের নিয়ম মেনেই আউট করেছি, একে আনস্পোর্টিং বলবেন না।"



অশ্বিনের সাফাই তো শুনলেন। সত্যিই কী তাই! জেন্টলম্যানস গেম কি এখন অনেক বেশি পেশাদারী? প্রতিযোগিতার বাজারে সৌজন্যবোধের যে কোনও জায়গা নেই সেটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সোমবারের ঘটনা। দুঃখপ্রকাশ নয়। ক্রিকেটিয় নিয়ম মেনেই আউট করা হয়েছে বাটলারকে জানিয়ে গেলেন অশ্বিন। তবে এই ঘটনা কোনদিকে মোড় নেয় এখন সেটাই দেখার।


আরও পড়ুন -  IPL 2019, RRvKXIP: বাটলারকে আউট করা নিয়ে বিতর্কে অশ্বিন! ক্রিকেট স্পিরিট নিয়ে টুইটারে ঝড়