নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ জিততে চাইছেন হার্দিক পাণ্ডিয়া। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল জিতে কাপ ছুঁতে চাইছেন তিনি।  আইসিসি-কে দেওয়া এক সাক্ষাত্কারে ভারতীয় অলরাউন্ডার জানান, দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য নিজের জীবনও বাজি রাখতে তৈরি হার্দিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার জন্য তিন বছর আগে থেকেই নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন। তিনি মনে করেন, এখন সেই সময় এসেছে, যখন নিজের সেরাটা উজার করে দেওয়া উচিত্। 



ইতিমধ্যেই ১৪ জুলাইয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। আট বছর আগে ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের সেই রাতের স্মৃতি এখনও ভুলতে পারেননি তিনি। টিভিতে চোখ রেখেই ধোনি-সচিনদের বিশ্বজয়ের মুহূর্ত উপভোগ করেছিলেন। আর নিজেকে উদ্বুদ্ধ করেছিলেন। ২০১৯ সালে বিশ্বকাপে খেলতে নেমে কাপজয়ের জন্য বাড়তি কোনও চাপ নিচ্ছেন না ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। হার্দিকের বার্তা, দেড়শো কোটির ভারতবাসী তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের দিন গুনতে শুরু করে দিয়েছে।   


আরও পড়ুন - ICC World Cup 2019: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে কী করলেন ওয়ার্নার, দেখুন ভিডিয়ো