করুণ নায়ারের `ভ্যালেন্টাইন` কে জানেন?
বিরাটের ওপর থেকে লাইম লাইট সরিয়ে নিজের দিকে করে নিলেন ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা করুণ নায়ার। নিজের তৃতীয় টেস্টেই ত্রিশতরানের মালিক এবার `সেঞ্চুরি` হাঁকালেন সোশ্যাল মাধ্যমে। বিরাট ২২ গজে যেমন সবার ফেভারিট, তেমন নেট দুনিয়াতেও বেশ জনপ্রিয়। মাঠে বিরাটের এক একটা স্ট্রোক আর নেট দুনিয়ায় একটা একটা স্ট্যাটাস লাখো লাখো মানুষের হৃদয় উদ্বেলিত করে দেয়। কোনও সংশয় এখানে নেই। এই তো ১৪ ফেব্রুয়ারি, অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করে একেবারে শীর্ষ শিরোনামে উঠে এসেছিলেন বিরাট কোহলি। তার একদিন আগে পর্যন্তও বিরাটের জন্য পাতার পর পাতা খরচ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বিরাটের চতুর্থ দ্বিশতরান বিক্রি বাড়িয়েছে খবরের কাগজের, বিরাটের ঝলক দেখিয়ে টিআরপি বেড়েছে টেলিভিশনের। এত আলোতে অগোচরেই থেকেছেন করুণ। হায়দরাবাদ টেস্ট থেকে বাদ, এটাও ক্রিকেটের `করুণ` পরিণতি। ভারতীয় ক্রিকেট দলে এখন ত্রিশতরান করেও মাঠের বাইরে থাকতে হয়! তবে নেট দুনিয়ায় ক্যাপ্টেন কোহলিকে `টক্কর` দিলেন উঠতি তারকা করুণ নায়ার। নিজের `ভ্যালেন্টাইন ফোর্ড`-এর ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে গোটা লাইম লাইট নিজের দিকে ঘুরিয়ে নিলেন ভারতীয় ক্রিকেটের এই নওজয়ান।
ওয়েব ডেস্ক: বিরাটের ওপর থেকে লাইম লাইট সরিয়ে নিজের দিকে করে নিলেন ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা করুণ নায়ার। নিজের তৃতীয় টেস্টেই ত্রিশতরানের মালিক এবার 'সেঞ্চুরি' হাঁকালেন সোশ্যাল মাধ্যমে। বিরাট ২২ গজে যেমন সবার ফেভারিট, তেমন নেট দুনিয়াতেও বেশ জনপ্রিয়। মাঠে বিরাটের এক একটা স্ট্রোক আর নেট দুনিয়ায় একটা একটা স্ট্যাটাস লাখো লাখো মানুষের হৃদয় উদ্বেলিত করে দেয়। কোনও সংশয় এখানে নেই। এই তো ১৪ ফেব্রুয়ারি, অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করে একেবারে শীর্ষ শিরোনামে উঠে এসেছিলেন বিরাট কোহলি। তার একদিন আগে পর্যন্তও বিরাটের জন্য পাতার পর পাতা খরচ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বিরাটের চতুর্থ দ্বিশতরান বিক্রি বাড়িয়েছে খবরের কাগজের, বিরাটের ঝলক দেখিয়ে টিআরপি বেড়েছে টেলিভিশনের। এত আলোতে অগোচরেই থেকেছেন করুণ। হায়দরাবাদ টেস্ট থেকে বাদ, এটাও ক্রিকেটের 'করুণ' পরিণতি। ভারতীয় ক্রিকেট দলে এখন ত্রিশতরান করেও মাঠের বাইরে থাকতে হয়! তবে নেট দুনিয়ায় ক্যাপ্টেন কোহলিকে 'টক্কর' দিলেন উঠতি তারকা করুণ নায়ার। নিজের 'ভ্যালেন্টাইন ফোর্ড'-এর ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে গোটা লাইম লাইট নিজের দিকে ঘুরিয়ে নিলেন ভারতীয় ক্রিকেটের এই নওজয়ান।