ওয়েব ডেস্ক: ক্যারবিয়ান প্রিমিয়ার লিগ। ২০ ওভারের ম্যাচ। সেখানে বিপক্ষ দলে থাকা গেইল একাই করেছেন ১০৮ অপরাজিত। বিপক্ষ দল মাত্র ১৮ ওভারেই তুলে ফেলেছে জয়ের জন্য প্রয়োজনীয় রান ১৯২। জামাইকা তালাওয়াস দলের ওপেনার গেইলের ৫৪ বলে ১০৮ রানের আক্রমণাত্মক ইনিংসে টোবাগো নাইট রাইডার্স দলের বোলাররা ছত্রভঙ্গ দশা। কিন্তু শুনলে অবাক হবেন নাইটের সুনীল নারিন কিন্তু এর মধ্যেও দারুণ রকম ব্যতিক্রমী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গেইলের সুনামি তোলা ম্যাচেও নারিনকে টলানো গেল না। ৪ ওভারের স্পেলে নারিন দেন মাত্র ৯ রান। পান এক উইকেট। হ্যাঁ, তার মানে জামাইকা দলের বাকি ১৮৮ রান আসে মাত্র ১৪ ওভারে। ওই ১৪ ওভারে গেইলের দলের রান রেট ১৩.৪৩। সেখানে নারিনের ৪ ওভারে জামাইকা দলের রান রেট মাত্র ২.২৫। টি টোয়েন্টি ম্যাচের স্কোরবোর্ডে এরকম সচারচর দেখা যায় না। নারিন বলেই এটা সম্ভব।


আরও পড়ুন গেইল আবার কী কাণ্ড করেছেন দেখুন!