নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় শেষবার টেস্ট খেলেছিলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। দেখতে গেলে প্রায় বিগত তিন বছর জাতীয় দলের হয়ে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে দেখা যায়নি 'সুইং কিং'কে। সাউদাম্পটনে সদ্যসমাপ্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship Final) চলাকালীনই ভুবি কেন দলে নেই বলে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় সমর্থকদের একাংশ। কারণ এজিয়েস বোলের পিচে ছিল ভয়ঙ্কর সুইং। সেখানে ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও যসপ্রীত বুমরাহরা কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে নিজেদের মেলে ধরতে পারেননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন অতীত। ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতেই। প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক নাসের হুসেন (Nasser Hussain) দাবি তুললেন ভুবিকে ইংল্যান্ড সিরিজে দলে ফেরানোর। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময়ে প্রাক্তন ইংরেজ তারকা বলেছিলেন, "ভুবনেশ্বরকে ইংল্যান্ড সিরিজের জন্য ডেকে নেওয়া উচিত। হতে পারে ওর চোট-আঘাত নিয়ে সমস্যা থাকতে পারে। কিন্তু ও যদি দু'টি বা তিনটি টেস্টও খেলে দেয়, তাহলে কিন্তু ভারত বিরাট উপকৃত হবে। ইংল্যান্ডের পরিবেশ ওর জন্য আদর্শ। অমরা সবাই দেখছি যে, ভারত একজন প্রকৃত সুইং বোলারের অভাব বোধ করছে। ভুবনেশ্বর থাকলে এটা হতো না।"


আরও পড়ুন: WTC Final: 'ভারত অনায়াসে জিতবে!' ভুল ভবিষ্যদ্বাণী করে এবার ক্ষমা চাইলেন Tim Paine


২১টি টেস্টে ৬৩ উইকেট নেওয়া ভুবি হয়তো ভারতীয় টেস্ট দলের ভাবনায় নেই। জুলাই মাসে সীমিত ওভারের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। বিসিসিআই শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) দলের ক্যাপ্টেন ও ভুবনেশ্বরকে ভাইস-ক্যাপ্টেন করেই দ্বীপরাষ্ট্রে পাঠাচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)