লিওন যখন `লায়ন`! অ্যাসেজে এটাই কি `সর্বকালের সেরা ক্যাচ`?
অবিশ্বাস্য অথ্যালিটিসমে কট অ্যান্ড বোল্ডে করে নতুন নজির গড়লেন অসি স্পিনার নাথান লিওন।
নিজস্ব প্রতিবেদন: অ্যাসেজ-এ এমন ক্যাচ শেষ কবে দেখা গিয়েছে হদিশ দিতে পারল না ইউটিউবও! অবিশ্বাস্য অথ্যালিটিসমে কট অ্যান্ড বোল্ডে করে নতুন নজির গড়লেন অসি স্পিনার নাথান লিওন।
আরও পড়ুন- বিরাটকে কঠিন প্রশ্ন বিশ্বসুন্দরীর! উত্তরে মাত করলেন ভারত অধিনায়ক
সোমবার ম্যাচের ৪৯ ওভারে ঘটেছে ঘটনাটি। ব্যাটে তখন বাঁ হাতি মইন আলি। হাল্কা চিপ, কার্যত সিংহের মতো ঝাঁপিয়ে ক্যাচ লুফে নেন লিওন। এই ক্যাচকে অনেকেই বলছেন 'গ্রেটেস্ট অব অল টাইমস'। বিগত অর্ধ দশকে ক্রিকেট বিশ্বের সব থেকে মর্যাদাপূর্ণ টেস্ট সিরিজে নাথানের ক্যাচের কোনও তুলনাই পাচ্ছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। অসি ক্রিকেটারের এই ক্যাচের তুলনায় ২০০৫ থেকে এই পর্যন্ত অ্যাসেজের অনেক ক্যাচের কথাই বারে বারে ঘুরে আসছে।
২০০৫ (টেন্ট ব্রিজ, ইংল্যান্ড) - সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে বাঁ দিকে ডাইভ দিয়ে অ্যাডাম গিল ক্রিস্টের ক্যাচ অ্যান্ডু স্ট্রসের
২০০৫ (ওল্ড ট্র্যাফোর্ড, ইংল্যান্ড) - স্লিপ থেকে ফেলে দেওয়া ক্যাচে অবিশ্বাস্য রিফ্লেক্স ইংল্যান্ডের উইকেট কিপার জোনসের
২০০৯ (লর্ডস, ইংল্যান্ড) - ফাইন লেগ থেকে দৌড়ে এসে সাইমন ক্যাটিচের 'রানিং ক্যাচ' স্টুয়ার্ট ব্রডের
২০১১ (পার্থ, অস্ট্রেলিয়ায়) - থার্ড স্লিপে দাঁড়িয়ে অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের চোখ ধাঁধানো ফ্লাইং ক্যাচ পল কলিনউডের
ইংল্যান্ডের অ্যান্ডু স্ট্রস, স্টুয়ার্ট ব্রড কিংবা পল কলিংউডের নেওয়া ক্যাচের থেকে এই ক্যাচ কেন এগিয়ে? দেখুন নিজ চোখেই-