ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের ঘরোয়া টি২০ ট্যুর্নামেন্টে চোখধাঁধাঁনো ক্যাচ ধরে আলোচনার কেন্দ্রে ইয়র্কশায়ার ভাইকিংয়ের ক্রিকেটার জ্যাক লিনিং। এক হাতে ক্যাচ ধরে তিনি তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। তাঁর সেই ক্যাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের অষ্টম ওভারে কভার বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন লিনিং। ল্যাঙ্কাশায়ার লাইটনিংয়ের অ্যারন লিলেকে তখন বল করছিলেন লিয়াম প্লাংকেট। ফুলটস একটি বলকে সপাটে কভার বাউন্ডারিতে ছক্কা হাঁকান লিলে। ঝড়ের বেগে বল পৌঁছে ‌যায় বাউন্ডারিতে। ছক্কা ভেবে ‌যখন উন্মাদনায় চিৎকার করে ওঠেন দর্শকরা তখনই বাধা। লাফ দিয়ে এক হাতে শুধু ছক্কাই রোখেননি লিনিং, বলটি তালুবন্দি করে ফেলেন তিনি। কী ঘটেছে বুঝতেই কিছুক্ষণ সময় কেটে ‌যায় দর্শকদের। বুঝতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইয়র্কশায়ারের সমর্থকরা।


ক্যাচ দেখে চক্ষু ছানাবড়া হয়ে ‌যায় ধারাভাষ্যকারেদেরও।