Neeraj Chopra: পুরো দমে চলছে রিহ্যাব! কবে ট্র্যাকে নামবেন দেশের `সোনার ছেলে`?
`নীরজ যদি মেডিক্যালি ফিট থাকে তাহলে লসানেতে অংশ নেবে। নীরজের পুরো দমে রিহ্যাব চলছে এখন। লসানে ডায়মন্ড লিগে অংশ নেওয়ার ব্যাপারে ওর টিমই সিদ্ধান্ত নেবে।`
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra) আপাতত ট্র্যাক থেকে দূরেই রয়েছেন। চোটের জন্য বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) থেকে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভারতের 'সোনার ছেলে'। এখন প্রশ্ন কেমন আছেন নীরজ! কবে তিনি ফের ট্র্যাকে নামবেন? জানা যাচ্ছে, সব ঠিক থাকলে নীরজকে দেখা যাবে ডায়মন্ড লিগে (Diamond League)। সুইজারল্যান্ডের শহর লসানেতে বসেছে এই ঐতিহ্যবাহী ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আসর। ২৬ অগস্ট নীরজে ট্র্যাকে নামার কথা। এমনটাই বলছেন অ্য়াথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার (Athletics Federation of India, AFI) আদিল সুমারিওয়ালা (Adille J Sumariwalla)। যদিও এখন পুরোটাই নির্ভর করছে নীরজের ফিটনেসের ওপর।
সংবাদ সংস্থা পিটিআই-কে সুমারিওয়ালা বলেছেন, 'নীরজ যদি মেডিক্যালি ফিট থাকে তাহলে লসানেতে অংশ নেবে। নীরজের পুরো দমে রিহ্যাব চলছে এখন। লসানে ডায়মন্ড লিগে অংশ নেওয়ার ব্যাপারে ওর টিমই সিদ্ধান্ত নেবে।' মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ। তখনই তাঁকে চোট রীতিমতো ভুগিয়েছিল। নীরজ রুপো জেতার পর জানিয়ে ছিলেন যে, চতুর্থ থ্রোয়ের পর তিনি থাইয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করেন। যতটা জোর দিয়ে তিনি তাঁর বর্শা ছুড়তে চেয়েছিলাম, সেটা করতে পারেননি। নীরজ কমনওয়েলথে নামলে ভারতকে যে, পদক এনে দিতেন তা বলাই যায়। কারণ আগুনে ফর্মে ছিলেন তিনিজ। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে নীরজ সোনা জিতেছিলেন।
আরও পড়ুন: Neeraj Chopra : কবে কামব্যাক করছেন 'সোনার ছেলে'? জেনে নিন
অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু লং জাম্পে ব্রোঞ্জ পান। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে দেশর মুখ বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল করেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস প্রথমেই ছোড়েন ৯০.৫৪ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা পেয়েছেন। নীরজ এই ইভন্টে প্রথমেই ফাউল থ্রো করেন। অ্যান্ডারসন প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। ফলে নীরজের কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয় সুযোগে নীরজ ছোড়েন ৮২.৩৯ মিটার। তৃতীয় সুযোগে দূরত্ব বাড়ান টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী। নীরজ ছোড়েন ৮৬.৩৭ মিটার। ফলে চতুর্থ স্থানে ছিলেন তিনি। নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ।