এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক নীরজ চোপড়া
জাকার্তায় তাঁর সোনা জয়ের সম্ভাবনা দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
নিজস্ব প্রতিবেদন : এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ-পাস্টে ভারতের পতাকাবাহক নীরাজ চোপড়া৷ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ারকে এই সম্মান জানাল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। ১৮ অগস্ট থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এশিয়ান গেমস। জাকার্তা রওয়া হওয়ার আগে শুক্রবার ভারতীয় দলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপণ অনুষ্ঠানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা ভারতের পতাকা বাহক হিসাবে নীরাজের নাম ঘোষণা করেন৷
ভারতের প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে কমনওয়েলথ গেমসে ২০ বছর বয়সে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ। ফাইনালে থ্রো করেছিলেন ৮৬.৪৭ মিটার। এটাই এই মরসুমে তাঁর সেরা থ্রো। পরে সোতভিল অ্যাথলেটিক্স মিট ও ফিনল্যান্ডের লাপিনলাতিতে অনুষ্ঠিত সাভো গেমসে সোনা জেতেন নীরজ৷উল্লেখযোগ্য, ফিনল্যান্ডে নীরজ হারিয়েছিলেন আসন্ন এশিয়ান গেমসে তাঁর সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী চাইনিজ তাইপের চাও-সুন-চেংকে৷ তাই জাকার্তায় তাঁর সোনা জয়ের সম্ভাবনা দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
আরও পড়ুন - অ্যান্ডারসনের আগুনের গতির সামনে অসহায় আত্মসমর্পন টিম ইন্ডিয়ার
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন পিভি সিন্ধু৷ সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা ছিল এমসি মেরি কমের হাতে৷ ২০১৪ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ-পাস্টে ভারতের পতাকা বাহকের ভূমিকায় ছিলেন হকি অধিনায়ক সর্দার সিং৷ ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ভারত ১১টি সোনা, ১০টি রুপো ও ৩৬টি ব্রোঞ্জ পদক জিতেছিল৷
জাকার্তায় এশিয়ান গেমসে জাতীয় পতাকাবাহকের দায়িত্ব পেয়ে নীরজ বলেন, "রীতিমতো রোমাঞ্চিত।এত বড় আসরে জাতীয় পকাতা হাতে দেশকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত সম্মানের বিষয়৷ আমি গর্বিত৷" প্রসঙ্গত নীরজ চোপড়ার দখলে রয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বরেকর্ড। ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৬.৪৮ থ্রো করে এই রেকর্ড করেছিলেন তিনি। আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ২০১৬ সালে সোনা জিতেছিলেন নীরজ।