নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন আশিস নেহরা। পয়লা নভেম্বর হোম গ্রাউন্ড ফিরোজ শা কোটলাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাতে চান তিনি। বিসিসিআই সূত্রে জানা গেছে নেহরা তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকে। উল্লেখ্য সামনের বছর আইপিএলেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এই বাঁহাতি মিডিয়াম পেসার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরাটের 'মহা-শূন্যে'র বিরল নজির


ভারতীয় টিম ম্যানেজমেন্টের এক কর্তা জানিয়েছেন,"আশিস নেহরা কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলিকে নিজের অবসরের কথা জানিয়েছেন। ফিরোজ শা কোটলাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আশিস আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলবে। আমরা ভেবেছিলাম দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ও খেলবে। কিন্তু ও মনে করেছে এটাই সঠিক সময় সরে দাঁড়াবার।"  


আশিস নেহরার ক্রিকেট কেরিয়ার:


টেস্ট- ১৭ ম্যাচে ৪৪ উইকেট (সর্বোচ্চ রেকর্ড- ৪/৭২)
ওডিআই- ১২০ ম্যাচে ১৫৭ উইকেট (সর্বোচ্চ রেকর্ড- ৬/২৩) 
টি-টোয়েন্টি- ২৬ ম্যাচে ৩৪ উইকেট (সর্বোচ্চ রেকর্ড- ৩/১৯)