T20 World Cup 2024: চব্বিশের মেগা কাপযুদ্ধে নেপাল-ওমান! চলে এল হাতে `কনফার্মড টিকিট`
Nepal And Oman Qualifies For ICC T20 World Cup 2024: এবার বিশ্বকাপ খেলবে নেপাল-ওমান, দুরন্ত জয়ে হাতে চলে এল `কনফার্মড টিকিট`। দুই দেশই ক্রিকেটকে বড্ড ভালোবাসে। চব্বিশের কাপযুদ্ধে তাদের দিকে থাকবে নজর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজে দারুণ খুশির খবর। ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) খেলবে নেপাল এবং ওপান (Nepal And Oman)। এশিয়া কোয়ালিফায়ার্সের ফাইনালে উঠেই এই দুই দেশের হাতে চলে এল বিশ্বকাপের 'কনফার্মড টিকিট'। সেমি-ফাইনালের দুই ম্য়াচে, নেপাল আট উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে। অন্যদিকে ওমান ১০ উইকেটে গুড়িয়েছে বাহারিনকে। আগামী বছর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করবে।
আরও পড়ুন: Sachin Tendulkar's Statue: সচিনের মূর্তিতে স্মিথের মুখ! বোঝো কাণ্ড, মিম উৎসব নেটপাড়ায়
২০০৭ সালে প্রথমবার হয়েছিল টি-২০ বিশ্বকাপ কুড়ি ওভারের কাপযুদ্ধের নবম সংস্করণ হবে মেগা। এই প্রথমবার ২০টি দল অংশ নেবে টুর্নামেন্টে। চারটি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলিকে। সেখান থেকে প্রথম ও দুয়ে শেষ করা দল সুপার এইটের জন্য় কোয়ালিফাই করবে। নেপাল এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবে। অন্য়দিকে ওমান এই প্রথমবার প্রাথমিক পর্যায় পেরিয়ে মূল পর্বে পা রাখছে। ১৮টি দল ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। আর শেষ দু'টি দল ঢুকবে চলতি মাসে আফ্রিকা কোয়ালিফায়ার্সের পর। যা হবে ২২-৩০ নভেম্বর নামিবিয়াতে। আগামী ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত টি-২০ বিশ্বকাপ চলবে। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্য়ান্ড। মার্কিন মুলকে ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস এবং নিউইয়র্ককে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Rohit Sharma | World Cup 2023: আর রিভিউ নেবেন না অধিনায়ক! এই দুয়ের উপরেই গুরুদায়িত্ব, কিন্তু কেন?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)