নিজস্ব প্রতিবেদন: দুবাই থেকে ডনের দেশে উড়ে গিয়েছিলেন। টিম ইন্ডিয়ার নেট বোলার হিসেবে। অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন বাংলার পেসার ঈশান পোড়েল। কিন্তু সেখানে নেট সেশনে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। আর তারপরই দেশে ফিরে এসেছেন। স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরে অনুশীলনে বড়সড় ধাক্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে ভারতীয় দলের সঙ্গে ঈশান পোড়েল, টি নটরাজন, কার্তিক ত্যাগী এবং কমলেশ নাগরকোটি ছিলেন। আইপিএল খেলার ধকল নিতে পারেননি, তাই দুবাই থেকে সিডনি উড়ে যাওয়ার আগেই ছিটকে যান নাগরকোটি। তামিলনাড়ুর পেসার টি নটরাজন নেট বোলার হিসেবে থাকলেও ইতিমধ্যেই তাঁকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় দেশে ফিরে এসেছেন ঈশান পোড়েল। অস্ট্রেলিয়ায় বর্তমানে ভারতীয় দলের হাতে একমাত্র নেট বোলার বলতে শুধুমাত্র কার্তিক ত্যাগী। স্বাভাবিকভাবে অনুশীলনে সমস্যায় পড়তে হচ্ছে বিরাট কোহলিদের।


এক বোর্ড কর্তার কথায়, "ঈশান পোড়েলের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। ও দেশে ফিরে এসেছে। বেঙ্গালুরুর এনসিএ-তে পরীক্ষা হবে। তখনই পুরো বিষয়টা জানা যাবে।"


 


আরও পড়ুন-  ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ ভারত থেকে আমিরশাহিতে সরে যেতে পারে! পিসিবি কর্তার মন্তব্যে হইচই