ব্যুরো: ফিফার দুত হওয়ার কয়েকদিনের মধ্যেই বিতর্কে জড়ালেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। ফের বান্ধবী রকিও অলিভিয়াকে মারধরের অভিযোগ উঠল মারাদোনার বিরুদ্ধে। 


ফলে মাদ্রিদের এক পাঁচ তারা হোটেলে মারাদোনাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং নাপোলির ম্যাচ দেখতে বর্তমানে বান্ধবীর সঙ্গে মাদ্রিদে রয়েছেন মারাদোনা। ইনস্টাগ্রামে মারাদোনার সঙ্গে ছবিও পোস্ট করেছেন অলিভিয়া। বুধবার অলিভিয়ার অভিযোগের পর পুলিসকে খবর দেন হোটেলের ম্যানেজার। তারপর বিশ্বজয়ী এই ফুটবলারকে জিজ্ঞাসাবাদ করে মাদ্রিদ পুলিস। অবশ্য মারাদোনার বিরুদ্ধে এখনও সরকারিভাবে পুলিসের কাছে অভিযোগ জানাননি অলিভিয়া। মাদ্রিদে ঢোকার পর থেকেই বিতর্কে জড়িয়েই চলেছেন মারাদোনা। বিমানবন্দরেও এক সাংবাদিকের সঙ্গে হাতাহাতি করেছিলেন তিনি। (৯০ গোল করে আইলিগে ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এখন সুনীল ছেত্রী)