বার্সেলোনা ছাড়ছেন নেইমার, বললেন নিজে মুখেই
ওয়েব ডেস্ক : বার্সেলোনা ছাড়ছেন নেইমার। বুধবার ক্লাবের অনুশীলনে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ আর সতীর্থদের ন্যু ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে এলেন ব্রাজিলীয় তারকা। নেইমারের নতুন গন্তব্য প্যারিস সেইন্ট জার্মেইন।
আরও পড়ুন- বার্সেলোনা ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করলেন নেইমার
জল্পনার অবসান। ভেঙে যেতে চলেছে বার্সেলোনার বিখ্যাত মেসি-সুয়ারেজ-নেইমার ত্রিফলা। বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দিলেন খোদ নেইমার। বুধবার অনুশীলনে এসে সতীর্থদের ন্যু ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে দেন ব্রাজিলিয়ান সেনসেশন। মেসি-সুয়ারেজরা অনুশীলন করলেও, বুধবার কোচের অনুমতি নিয়ে অনুশীলন করতে নামেননি নেইমার। মনে করা হচ্ছে চলতি সপ্তাহের শেষে বা সোমবার প্যারিস সেইন্ট জার্মেইনের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গত কয়েক সপ্তাহে নেইমারের দলবদল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। নেইমারকে পেতে বার্সেলোনাকে প্রায় আটেরোশো কোটি টাকা দিতে তৈরি প্যারিসের ক্লাবটি। যা বিশ্বফুটবলের রেকর্ড। দলের অন্যতম সেরা তারকাকে আটকাতে চেষ্টার কসুর করেনি বার্সেলোনা। আসরে নামেন লা লিগা সভাপতিও। তাতেও আটকানো গেল না নেইমারকে। বুধবার সকালে স্থানীয় সময় সকাল নটায় অনুশীলনে এসেছিলেন ব্রাজিলীয় তারকা। মেসি-সুয়ারেজদের সঙ্গে কথা বলার পর মাত্র এক ঘণ্টার মধ্যেই ক্লাব ছাড়েন তিনি। এর পরে মনে করা হচ্ছে নেইমারের নতুন ক্লাবে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।