ওয়েব ডেস্ক: পেশাদার ফুটবলারদের কী এসবও করতে হয়! বিশ্বফুটবলে নজিরবিহীন ঘটনা। বকেয়া বোনাস না পেয়ে পুরনো ক্লাব বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের করে দেওয়ার দাবি করলেন খোদ নেইমার। ইউরোপীয় ফুটবলের সর্বময় সংস্থা উয়েফার কাছে এই মর্মে অভিযোগ করেছেন ব্রাজিলীয় ফুটবলের এই তারকা। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে চলে যাওয়ায় নেইমারের তেইশ মিলিয়ান পাউন্ড বোনাস আটকে রেখেছে বার্সেলোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যে চারটে কারণে, রাঁচির পর ভারতের সামনে মাঠে নামতেই ভয় পাবে অজিরা


যাতে চটে লাল নেইমার। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী নেইমারের আইনজীবিরা বার্সেলোনার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারপরই উয়েফার কাছে অভিযোগ করেন নেইমার।


আরও পড়ুন  যুবভারতীতে চিলিকে উড়িয়ে দিল ইংরেজরা