নিজস্ব প্রতিবেদন: চোট সারিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেলেন প্যারি সাঁ জাঁ-র ব্রাজিলিয় তারকা নেইমার। মার্সেইকে ২-১ গোলে হারিয়ে টানা আটবার ফরাসি সুপার কাপ জিতে নিল পিএসজি। পিএসজি-র দায়িত্ব নিয়েই ট্রফি জিতে নিলেন মরিসিও পচেত্তিনো।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের শুরু থেকেই আধিপত্য রেখে খেলে পিএসজি। ৩৯ মিনিটে ইকার্দির গোলে এগিয়ে যায় পচেত্তিনোর দল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে প্যারি সাঁ জাঁ। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে মাঠে নামেন নেইমার। ৮৫ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার। ইকার্দিকে মার্সেই গোলরক্ষক ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। গোল করতে কোনও ভুল করেননি নেইমার। আর ম্য়াচের শেষ লগ্নে দিমিত্রি পায়েতের গোলে ব্যবধান কমায় মার্সেই। তবে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় পিএসজি।


এই নিয়ে টানা আটবার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। সব মিলিয়ে মোট দশ বার এই খেতাব জয় ফরাসি চ্যাম্পিয়নদের।


আরও পড়ুন- ISL 2020-21: Kerala Blasters-এর বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে SC East Bengal