ওয়েব ডেস্ক: লিওনেল মেসি, নেইমার এবং লুই সুয়ারেজ। মাঠে প্রতিপক্ষের ত্রাশ বার্সেলোনার ত্রিফলায় কি ভাঙন ধরছে? মেসি-নেইমারের যুগলবন্দীতে কি চিড় ধরেছে? বিশ্ব ফুটবলে কিন্তু এই জল্পনা এখন তুঙ্গে। আসলে বার্সেলোনায় ব্রাজিলিয় ফুটবলারের প্রভাব বাড়ছে। নেইমার রয়েছেনই। শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান মিডিল্ডার ফিলিপে কুটিনহোকেও দলে নিতে চান বার্সা কর্তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি জেনে নিন


নেইমার এবং কুটিনহো খুব ভাল বন্ধু। এরই পাশাপাশি এখন বার্সা আক্রমণের দায়িত্বটা বেশি করে সামলাচ্ছে নেইমার এবং সুয়ারেজ। সব মিলিয়ে মনে করা হচ্ছে ক্লাবে প্রভাব কমে যাওয়ার আশঙ্কায় ভুগছেন মেসি। তাই দুরত্বও বাড়ছে মেসি এবং নেইমারের মধ্যে।


আরও পড়ুন  ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড