ব্রাজিলের জাতীয় দল ছাড়তে পারেন নেইমার, সতর্ক করলেন কোচ রোজারিও
ব্রাজিলে আর খেলবেন না নেইমার! না, এখনই এমনটা ঘটছে না, তবে ঘটতে পারে! এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ব্রাজিলের জাতীয় দলের কোচ রোজারিও। কোচের বক্তব্য, `যেভাবে সমালোচনা করা হচ্ছে, যেভাবে নেইমারকে অশ্রদ্ধা করা হচ্ছে তাতে যখন তখন ব্রাজিল দল ছেড়ে দিতে পারেন নেইমার`।
ওয়েব ডেস্ক: ব্রাজিলে আর খেলবেন না নেইমার! না, এখনই এমনটা ঘটছে না, তবে ঘটতে পারে! এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ব্রাজিলের জাতীয় দলের কোচ রোজারিও। কোচের বক্তব্য, "যেভাবে সমালোচনা করা হচ্ছে, যেভাবে নেইমারকে অশ্রদ্ধা করা হচ্ছে তাতে যখন তখন ব্রাজিল দল ছেড়ে দিতে পারেন নেইমার"।
কোপায় দলের খারাপ ফল। অলিম্পিকেও হতাশা। নিজের দেশেই একেরপর এক ড্র, কড়া সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার তথা বর্তমান ব্রাজিল দলের ক্যাপ্টেন নেইমার। নিজের দেশের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক। নেইমারকে সামনে রেখে পুরোনো ব্রাজিল ঘরানায় ফিরতে চেয়েছিলেন কোচ রোজারিও। ড্র আর হারে গোটাটাই লন্ডভন্ড। নেইমারের পাশে দাঁড়িয়ে কোচ রোজারিও সমর্থক ও গণমাধ্যমকে সতর্ক করেছেন, "এরপর নেইমার হয়ত আমাদের সঙ্গে আর খেলতে চাইবে না"।