নিজস্ব প্রতিবেদন: অবিশ্বাস্য জয় পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার-ফাইনালে লিসবনে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়েছিল আটলান্টা। ম্যাচের শেষ লগ্নে সব হিসেব ওলট-পালট হয়ে গেল। আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে পৌঁছে গেল প্যারি সাঁ জাঁ।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাতে ২৬ মিনিটে মারিও পাসালিচের গোলে এগিয়ে যায় ইতালির দল আটলান্টা। গোল শোধের  মরিয়া চেষ্টা চালায় নেইমাররা। এমবাপে নামতে অবশ্য পিএসজির আক্রমণে ঝাঁঝ বাড়ে। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত গোল আসছিল না। অবশেষে ম্যাচের ৯০ মিনিটে মারকুইনহোসের গোলে সমতা ফেরায় পিএসজি। আর ম্যাচের ইনজুরি টাইমে এরিক চুপো মোটিংয়ের গোলে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ফরাসি জায়ান্টরা। টমাস টুসেলের দল পৌঁছে যায় সেমি ফাইনালে।


 



একাধিক সহজ সুযোগ পেলেও গোল করতে পারেননি পিএসজি-র ব্রাজিলিয় তারকা নেইমার। তবে দুরন্ত ফর্মে নজর কেড়েছেন তিনি। দলের হয়ে একটি অ্যাসিস্টও করেন নেইমার। আর ড্রিবলিংয়ে প্রাক্তন বার্সা সতীর্থ লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয় তারকা।



 


২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১৬ টি ড্রিবল করেছিলেন মেসি, এবার সেই রেকর্ডে ভাগ বসালেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে বেশি ড্রিবল করায় আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে নিজের নাম জুড়ে ফেললেন নেইমার।


 



আরও পড়ুন - করোনার হানা বার্সেলোনায়; চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে উদ্বেগ বাড়ল মেসিদের!