নিজস্ব প্রতিবেদন :  কোপা আমেরিকার প্রস্তুতিতে ধাক্কা খেল ব্রাজিল। মঙ্গলবার ব্রাজিল দলের অনুশীলনে চোট পেলেন নেমার। কোপায় ব্রাজিলের নেতৃত্ব হারিয়েছেন নেমার তার পর অনুশীলনে চোট পাওয়ায় কপালের ভাঁজ বাড়ল ব্রাজিল কোচ তিতের।  



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ব্রাজিলিয় তারকা নেমারের। মঙ্গলবার হাঁটুর চোটে কোপা আমেরিকার প্রস্তুতি শিবিরের অনুশীলনের মাঝপথে মাঠ ছাড়লেন ২৭ বছর বয়সী তারকা। সূত্রের খবর, টেরেসোপলিসে অনুশীলনে শট নেওয়ার সময় মঙ্গলবার বাঁ হাঁটুতে চোট পান নেমার। এরপরই তিনি মাঠ ছাড়েন। মঙ্গলবার স্ক্যান করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী আঘাত গুরুতর না হলেও বুধবার আবারও পরীক্ষা করা হবে নেমারের। সেই রিপোর্টের ওপরই নির্ভর করছে নেমার কোপায় খেলতে পারবেন কিনা। চোটের কারণে গত মরশুমে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পিএসজি তারকা। আবারও চোট পেলেন কোপা আমেরিকায় নামার আগে।    


আরও পড়ুন - Copa America 2019: দেশের মাটিতে কোপায় নেতৃত্ব হারালেন নেমার


যদিও কোপায় নেমারকে নেতৃত্ব থেক অব্যাহতি দিয়েছেন কোচ তিতে। পরিবর্তে কোপায় ব্রাজিলের নেতৃত্বে দানি আলভেজ। এদিকে ১৯৮৯ সালের পর ব্রাজিলের মাটিতে বসতে চলেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। ১৪ জুন সাও পাওলোতে বলিভিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকায় অভিযান শুরু করবে নেমাররা৷