ওয়েব ডেস্ক: ভারতের ব্রাজিল যোগ। ফুটবলের হলিউড যোগ। বলিউডের বিশ্ব যোগ। সেভাবে যেভাবেই বলুন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে এবার দেখা যাবে নেইমারকে। নেইমারকে সিনেমায় অভিনয় করতে দেখা যাবে এটা যেমন বড় খবর। তার থেকেও বড়। নেইমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা। আসলে দীপিকার হলিউড প্রোজেক্ট ‘xXx: The Return of Xander Cage’-সিনেমায় ক্যামিওর ভূমিকায় দেখা যাবে নেইমারকে। এই সিনেমার প্রযোজক-অভিনেতা ভিন ডিজেল নিজেই জানিয়েছেন নেইমার ছবির সেটে এসে অভিনয় করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সেই সঙ্গে ছবির জন্য নেইমারের বিশেষ লুক ইনস্টাগ্রামে পোস্ট করে ডিজেল লিখেছেন, নেইমার ভীষণ ন্যাচারাল অভিনেতা৷ প্রসঙ্গত, নেইমারের বড়পর্দায় আত্মপ্রকাশের ঘটনার পাশাপাশি দীপিকারও এটাই প্রথম হলিউড ছবি৷



শোনা যাচ্ছে নেইমার অভিনয় করবেন এক ফুটবলারের ভূমিকায়, যার চোখে অনেক স্বপ্ন। ছোট্ট চরিত্রে নেইমার নাকি দীপিকার প্রেমও পড়বেন। ছবির শুটিং একেবারে শেষের দিকে৷ নেইমার-দীপিকাকে বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত৷ ২০ জানুয়ারি, ২০১৭-তে বিশ্বব্যাপি মুক্তি পাবে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’।