নিজস্ব প্রতিবেদন- নাইজিরিয়ার স্ট্রাইকার যোগ দিচ্ছেন এসসি ইস্টবেঙ্গলে।  সবকিছু ঠিক চললে নাইজিরিয়ার যুব দল ও প্রিমিয়ার লিগ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ক্লাবের প্রাক্তন স্ট্রাইকার ব্রাইট এনোবাখর যোগ দিতে চলেছেন লাল-হলুদ শিবিরে। ব্রাইটের যোগদান নিশ্চিত করেই ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে শক্তিশালী করবে। এখনও পর্যন্ত চারটি ম্যাচে খেলে মাত্র ১ পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল, হেরেছে ৩টি ম্যাচ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোচ ফাওলারকে সবথেকে বেশী চিন্তায় রাখবে দলের এখনও পর্যন্ত একটিও গোল করতে না পারা। এই অবস্থায় ব্রাইটের মত স্ট্রাইকার নিশ্চিত করেই কিছুটা স্বস্তি দিতে পারে লাল-হলুদ শিবিরকে। খুব শীঘ্রই ব্রাইট ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন এবং গোয়ায় দলের সঙ্গে বায়ো-বাবলে যোগদান করবেন। দলের দুই প্রধান স্ট্রাইকার জেজে ও বলবন্ত, দুজনেই সেরা ফর্মের ধারেকাছে নেই। এই মুহুর্তে লিগের লাস্ট বয় ফাওলারের দল। 


আরও পড়ুন-  মাঠে ডাকাবুকো হার্দিক যখন দায়িত্ববান বাবা


উলভারহ্যাম্পটনের হয়ে মাত্র একটি গোল করলেও পরবর্তীকালে কভেন্ট্রি সিটিতে লোনে গিয়ে ১৮ ম্যাচে ৬টি গোল করেন তিনি। মাত্র ২২ বছর বয়সী এই স্ট্রাইকার নাইজিরিয়ার অনুর্দ্ধ-২৩ দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন। যদিও সেখানে গোল করতে পারেননি।