জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেডে (Australia vs India, 2nd Test at Adelaide, AUS vs IND) শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলে দিন-রাতের টেস্ট (India vs Australia Pink-Ball Test)। ব্যাটিং ভরাডুবিতে মাত্র ১৮০ রানে শেষ হয়ে গিয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংস। অজি সুপারস্টার মিচেল স্টার্ক (Mitchell Starc) একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। পারথ টেস্টে অভিষেককারী নীতীশ কুমার রেড্ডি এদিন সাতে নেমে যদি ৫৪ বলে ৪২ রানের ক্যামিয়ো ইনিংস না খেলতেন, তাহলে ভারতের অবস্থা আরও শোচনীয় হতে পারত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্টার্কের গোলাপি বিস্ফোরণে অ্যাডিলেডে ১৮০ রানে অলআউট টিম ইন্ডিয়া!



নীতীশ একেবারে মারকাটারি মেজাজে ব্যাট করেছেন, তাঁর ৪২ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছয়। তবে চর্চায় এসেছে নীতীশের একটিই ছয়, অ্যাডিলেডে তিনি যে  অবিশ্বাস্য রিভার্স স্কুপ মারলেন, তা হয়তো ঋষভ পন্থকেও কয়েকবার ভাবাবে, কারণ এমন স্কুপ টেস্টে ঋষভ মেরে থাকেন। আর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সূর্যকুমার যাদবও অবলীলায় মারেন। তবে কোথাও যেন সকলকে ছাড়িয়েই গেলেন নীতীশ। 


ভারতের ইনিংসের ৪২ নম্বর ওভারের ঘটনা। বল করতে এসেছিলেন স্কট বোলান্ড।  অজি পেসার জোশ হেজেলউড চোটের কারণে বাদ পড়েছেন অ্যাডিলেড টেস্ট থেকে। অস্ট্রেলিয়া বিকল্প হিসেবে তিন পেসারকে দলে টেনে নিয়েছিল। শন অ্যাবট, ব্রেন্ডন ডগেটের সঙ্গেই স্কট বোলান্ডকেও নেয় তারা। প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলা বোলান্ডই খেলছেন গোলাপি টেস্টে। ২০২৩ সালের অ্যাশেজে শেষবার টেস্ট খেলা বোলান্ডের বলটি গুড লেন্থেই ছিল। কিন্তু আচমকাই নীতীশ পুরো মোড বদলে ফেলেন, বোলান্ডকে হাঁকান অমন শট,  আকস্মিকতায় বোলান্ড যেন 'বোবা' হয়ে গিয়েছিলেন, বুমরাও থ হয়ে যান।


আরও পড়ুন:  'পুরোপুরি আমারই দোষ', ২১ বছর পর দ্রাবিড়ের ভুলস্বীকার! সৌরভের কাছে ক্ষমা চাইলেন?


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)