* আসন সংখ্যা : ৪৪,৮৯৯


* কোন কোন ম্যাচ রয়েছে নিঝনি নভগরদ স্টেডিয়ামে :    

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

@ গ্রুপ পর্ব :


► সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া (গ্রুপ-এফ)


► আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া (গ্রুপ-ডি)


► ইংল্যান্ড বনাম পানামা (গ্রুপ-জি)


► সুইজারল্যান্ড বনাম কোস্টা রিকা (গ্রুপ-ই)

@ নক আউট পর্ব : 


রাউন্ড অব সিক্সটিন


কোয়ার্টার ফাইনাল


ভলগা ও ওকা নদীর তীরে গড়ে উঠেছে এই নিঝনি নভগরদ স্টেডিয়াম। আলেক্সান্দার নেভস্কি ক্যাথেড্রাল এর পাশে মনোরম পরিবেশে অবস্থিত এই স্টেডিয়ামটিও প্রাকৃতিক সৌন্দর্যের কারনে ইতিমধ্যেই বেশ আলোচিত। স্টেডিয়ামটিতে দর্শক আসন সংখ্যা ৪৪,৮৯৯। বিশ্বকাপের পরে এফসি অলিম্পিয়েটসের হোম গ্রাউন্ড হবে এই নিঝনি নভগরদ স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামের ঘাস স্কটল্যান্ডে সফল পরীক্ষার পরে ২০১৭ সালের অগাস্টে লাগানো হয়। অনুশীলনের জন্য অত্যাধুনিক গ্রাউন্ড তৈরি করা হয়েছে, যেখানে ট্রেনিংয়ের সব সুযোগ সুবিধা রয়েছে। বিশ্বকাপের পরে যা ছোট ছোট ছেলেমেয়ে ও স্থানীয় ক্লাবগুলোর জন্য খুলে দেওয়া হবে এই সব অনুশীলনের মাঠ।