নিজস্ব প্রতিবেদন : অপেক্ষা বাড়ল মহম্মদ শামির। এবারের আইপিএলে আদৌ কি দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি? নীরজ কুমারের রিপোর্ট জমা পড়ার পরেই চূড়ান্ত হবে শামির আইপিএল ভাগ্য। জানালেন বোর্ডের কার্যকরী সভাপতি সিকে খান্না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহম্মদ শামির বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহানের আনা ম্যাচ গড়াপেটার তদন্ত শুরু করেছে বিসিসিআই। পাশাপাশি পাক তরুণীর মাধ্যমে লন্ডনের এক ব্যবসায়ীর থেকে দুবাইয়ে সামির টাকা নেওয়ার বিষয়টি নিয়েও তদন্ত চালাচ্ছে বোর্ডের দুর্নীতি দমন শাখা। শুক্রবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে শামিকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।


আরও পড়ুন- দোষ প্রমাণিত হলে ফাঁসি দিন, বিস্ফোরক শামি


বোর্ডের কার্যকরী সভাপতি সি কে খান্না জানান, " বোর্ডের দুর্নীতিদমন শাখার প্রধান নীরজ কুমারকে সাত দিনের মধ্যে শামির তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট জমা পড়ার পরেই শামিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্র্যাটরস।"    


আরও পড়ুন- শামির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর কপি দিল্লি পাঠাল হাসিন


আইপিএল নিলামে এবার ৩ কোটি টাকা দিয়ে শামিকে কেনে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। রাইট টু ম্যাচ কার্ডে এখনও শামিকে ধরে রেখেছে গম্ভীরের দল। তবে ভিতরে ভিতরে শামির বিকল্প খোঁজার কাজও শুরু করে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।