ব্যুরো:বিসিসিআইয়ের সব অনুমদিত সংস্থাকে নির্বাচন আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল লোধা কমিটি। যার ফলে সিএবি নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়ল। ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলে নির্বাচনের চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন সিএবি কর্তরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সহ তার অনুমোদিত সব সংস্থার নির্বাচন আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল লোধা কমিটি। কমিটির প্রধান আর এম লোধাকে চব্বিশ ঘন্টার তরফ থেকে ফোন করা হলে তিনি বলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী সুপারিশ না পাওয়া পর্যন্ত তারা যেন সব নির্বাচন স্থগিত রাখেন। ফলে সিএবি নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়ল। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর সিএবির কোষাধ্যক্ষ বিশ্বরূপ দের এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা  নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। যদিও বিশ্বরূপ দে এই জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করেন তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন।


বিসিসিআই-এর সঙ্গে কথা বলে সিএবি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত রূপরেখা ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসবেন সিএবি কর্তারা।