COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ব্যুরো:যুবভারতীতে আইএসএলের ম্যাচ অনিশ্চিত। জানিয়ে দিলেন নতুন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বর্তমানে যুব বিশ্বকাপের জন্য সংস্কারের কাজ চলছে সল্টলেক স্টেডিয়ামে। কাজ শেষ হতে হতে অক্টোবর হয়ে যাওয়ার কথা। তারপরই যুবভারতী পরিদর্শনে আসবে ফিফা প্রতিনিধি দল। ফিফার সুবজ সংকেত পাওযার পরই বিশ্বকাপের ভেনু হিসাবে চূড়ান্ত সম্মতি পাবে যুবভারতী।তবে এবষিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পশ্চিমবঙ্গ সরকার। যুবভারতী না হলে অন্য কোনও স্থানের কথাও ভাবা হচ্ছে বলে, সূত্রের খবর। 
                                            
তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে জোরকদমে চলছে যুবভারতীর কাজ। ক্রীড়ামন্ত্রীর আশা অক্টোবরে ফিফার পরিদর্শনের আগে শেষ হয়ে যাবে যুবভারতীর সংস্কারের কাজ।