নিজস্ব প্রতিনিধি : দলে কোনও স্থায়ী অধিনায়ক নেই। এরকম আবার হয় নাকি! হ্যাঁ, তিতের ব্রাজিল দলে হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফুটবল মাঠে ক্যাঙারুর ‘কেলেঙ্কারি’


সুইজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের অধিনায়ক হয়েছিলেন মার্সেলো। তার পর কোস্টা রিকার বিরুদ্ধে অধিনায়কের আর্ম ব্যান্ড দেখা গেল থিয়াগো সিলভার হাতে। আজ সার্বিয়ার বিরুদ্ধে অধিনায়কত্ব পালন করতে দেখা যাবে মিরান্দাকে। ব্রাজিল কোচ তিতে ইচ্ছে করেই এমন করছেন। আর তাঁর এই সিদ্ধান্তের পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে।


আরও পড়ুন- পাল্টে গেল বিশ্বকাপের বল


২০১৬-তে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন তিতে। নেমারদের 'হেডস্যর' হওয়ার পরই দলের স্থায়ী অধিনায়ক রাখার সংস্কৃতি তুলে দেন তিতে। তাঁর যুক্তি ছিল, অধিনায়ক মানেই বাড়তি চাপ। সেই চাপ কোনও নির্দিষ্ট একজনের উপর না চাপানোই ভাল। বরং দলের সবার মধ্যে এই চাপ বিতরণ করে দিতে পারলে লাভ। দলীয় সংস্কৃতিতে এমন পরিবর্তন এনে আখেরে লাভ হয়েছে ব্রাজিলের। তিতের আমলে ২৩ ম্যাচ খেলে ১৮টাতে জয় পেয়েছে ব্রাজিল। এই ২৩ ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেছেন ১৭ জন ফুটবলার। সর্বোচ্চ চারটি ম্যাচে অধিনায়ক হয়েছিলেন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দানি আলভেজ। ফুটবলারদের মধ্যে দায়িত্ববোধ বাড়ানোর কাজটাও তিতে এভাবেই আস্তে আস্তে সেরে ফেলেছেন।