সংযুক্ত আরবআমিরশাহি- ১২৯/৬ , পাকিস্তান- ১৩১/৩ (১৮.৪ ওভারে)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: অঘটনের হাত থেকে কোনওরকমে বেঁচে গেল পাকিস্তান। সোমবার এশিয়া কাপে জয়ের জন্য ১২৯ রান তাড়া করতে নেমে একটা সময় মাত্র ১৭ রানে পড়ে গিয়েছিল পাকিস্তানের। অনেকেই তখন ভেবেছিলেন অঘটন সময়ের অপেক্ষা। কিন্তু সেখান থেকে দলকে রক্ষা করেন শোয়েব মালিক (৪৯ বলে ৬৩ রান অপরাজিত) ও উমর আকমল (৪৬ বলে ৫০৯ রান অপরাজিত)। চতুর্থ শোয়েব-উমর যোগ করেন অবিছিন্ন ১১২ রান।


টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরবআমিরশাহি তোলে ১২৯ রান। দারুণ বল করেন মহম্মদ আমের। আমের ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট।


এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে খাতা খুলল পাকিস্তান। ফাইনালে ওঠার দৌড়ে এখন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। এখন যা অবস্থা যে কোন দল ফাইনালে যেতে পারে। তবে ভারত বাকিদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে।