WATCH: জ্বলল প্রতিশোধের আগুন... `জোকার` ছিঁড়লেন টি-শার্ট, অঝোরে কাঁদলেন আলকারাজ
Novak Djokovic tears T-shirt celebrating win against Carlos Alcaraz: নোভাক জকোভিচ ঠিক ৩৫ দিনের মাথায়, আলকারাজকে হারিয়ে উইম্বলডন খোয়ানোর প্রতিশোধ নিলেন। জয়ের সেলিব্রেশনে ছিঁড়লেন নিজের টি-শার্ট। অঝোরে কাঁদলেন আলকারাজ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিশোধের আগুনটা ভিতরে ভিতরে জ্বলছিলই তাঁর। কারণ তিনি যে এক ইঞ্চি জমিও ছাড়েন না কাউকে। কথা হচ্ছে টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় নোভাক জকোভিচ (Novak Djokovic)। এহেন কিংবদন্তি জকোভিচকেই ঠিক এক মাস পাঁচ দিন আগে হারতে হয়েছিল টেনিসের উদীয়মান নক্ষত্র কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। উইম্বলডনের ফাইনালে (Wimbledon 2023 Final) মুখোমুখি হয়েছিলেন টেনিসের মহীরুহ ও চারা। তবে সেই চারার দাপটেই মহীরুহর শিকড় উপড়ে গিয়েছিল। ঘাসের কোর্টে কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক। হেরে গিয়েছিলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক। আলকারাজ কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে। অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোসেট ক্লাবে (All England Lawn Tennis and Croquet Club)। জকোভিচ শুধু সুযোগ খুঁজছিলেন, যে কবে ধারটা তিনি সুদসমেত ফেরত দেবেন। অবশেষে সিনসিনাটি ওপেনের ফাইনালে (Cincinnati Open Final 2023) জকোভিচ সেই সুযোগ পেলেন।
আরও পড়ুন: Carlos Alcaraz | Wimbledon 2023: উইম্বলডনে তারুণ্যের উত্থান, আলকারাজ আগুনে ছারখার জোকোভিচ!
৩৫ দিনের মাথায় অলোকরাজকে বুঝিয়ে দিলেন যে, তিনিই টেনিসের 'জোকার'। ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) ব্য়বধানে ওহিয়োতে শেষ হাসি হেসেছেন সার্বিয়ান সুপারস্টার। উইনিং শট নেওয়ার পর জকোভিচ কোর্টের মধ্যে চুপচাপ শুয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর আলকারাজের সঙ্গে সৌজন্যের করমর্দন ও কোলাকুলি সেরে, ফের চলে গেলেন কোর্টের মাঝে। চিৎকার করতে করতে নিজের টি-শার্ট ছিঁড়ে ফেলে বুঝিয়ে দিতে চাইলেন যে, আমিই শ্রেষ্ঠ, আমিই জকোভিচ। অঘটন ঘটতেই পারে। অন্যদিকে অনবদ্য লড়াইয়ের পর এই হার মানতে পারেননি আলকারাজ। তিনি সাইড লাইনে গিয়ে বেঞ্চে বসে অঝোরে কাঁদতে শুরু করেন। বিরাট তোয়ালে দিয়ে মুখ চাপা দিয়ে কেঁদেছেন বছর কুড়ির স্প্যানিশ। এটিপি-র ইতিহাসে মাস্টার্স ফাইনালে, বেস্ট-অফ-থ্রি'র বিচারে এটিই ছিল দীর্ঘতম লড়াই। ৩ ঘণ্টা ৪৯ মিনিটের নেক-টু-নেক ফাইটের পরেই জকোভিচের ঝুলিতে এসেছে ৩৯ তম এটিপি মাস্টার্স ১০০০ খেতাব। খেতাব জিতে জকোভিচ বলেন, 'এ যেন এক পাগলামি। আমি সত্যিই জানি না যে, কী আর বলতে পারি। বুঝিয়ে বলা কঠিন। অবশ্যই আমার জীবনে খেলা অন্যতম কঠিন ম্যাচ এটি। এই কথা আমি বলছি টুর্নামেন্ট, ক্যাটেগরি, পর্যায় এবং প্লেয়ার সব ধরেই। অবিশ্বাস্য ম্যাচ। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দু'জনেই ভয়ংকর ওঠাপড়া, অবিশ্বাস্য পয়েন্ট ছিনিয়ে নেওয়া ও হিট স্ট্রোক নিয়ে খেলেছি, ফিরেছি।' যারা এই ম্যাচ দেখেছেন, তাঁরাই জানেন যে কী লড়াই না হয়েছে।
আরও পড়ুন: India Ireland T-20 Series: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বুমরা ব্রিগেডের