নিজস্ব প্রতিবেদন: উইম্বলডনে ম্যারাথন লড়াইয়ের শেষে শেষ হাসিটা হাসলেন জোকারই! দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-২, ৬-৭ সেটে হারিয়ে চতুর্থবার উইম্বলডন চ্যাম্পিয়ান হলেন জকোভিচ। নিজের চতুর্থ উইম্বলডন-সহ মোট ১৩টি গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬-র পর দীর্ঘ দু’বছর চোটের জন্য কোর্টের থেকে এক রকম দূরেই ছিলেন জকোভিচ। চোট সারিয়ে ফিরে এসে এই গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন তিনি। ফাইনালে পৌঁছানোর লড়াইটাও মোটেই সহজ ছিল না! উইম্বলডনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জকোভিচ। এই হাই ভোল্টেজ ম্যাচে বিশ্বের এক নম্বরে থাকা নাদালকে ৫ ঘণ্টা ১৫ মিনিটের দীর্ঘ লড়াইয়ে পরাস্ত করেন জোকার।


রবিবারের ফাইনালে জকোভিচের দুর্দান্ত সার্ভ আর ভলির সামনে প্রথম দুই সেটে দাঁড়াতেই পারেননি অ্যান্ডারসন। তৃতীয় সেটে লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেও শেষরক্ষা করতে ব্যর্থ হন অ্যান্ডারসন। জোকারের প্রত্যাবর্তনে খুশি তাঁর অসংখ্য ভক্ত। আবেগাপ্লুত জকোভিচ নিজেও।