নিজস্ব প্রতিবেদন: 'দ্য ডিসিশন রিভিউ সিস্টেম' (The Decision Review System) ওরফে ডিআরএস (DRS)! নিঃসন্দেহে আধুনিক ক্রিকেটের অন্যতম চর্চিত বিষয়। যবে থেকে ক্রিকেটে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর নিয়ম চালু হয়েছে, তবে থেকেই বিচিত্র সব ডিআরএস-এর আবেদন দেখেছে বাইশ গজ। তবে চলতি নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (New Zealand vs Bangladesh) টেস্টে যা ঘটল, তেমনটা আগে প্রত্যক্ষ করেননি ক্রিকেট ফ্যানরা। ব্যাট পরিস্কার বলে লাগার পরেও বাংলাদেশ ডিআরএস-এর আবেদন জানিয়েছে! যা চমকে দিয়েছে সকলকে। অনেকেই বলছেন যে, ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত এটিই জঘন্যতম রিভিউ চাওয়ার নজির!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Laxmi Ratan Shukla: করোনায় আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা



বাংলাদেশ জোড়া টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে এসেছে। খেলা চলছে মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ (Taskin Ahmed) বল করছিলেন রস টেলরকে (Ross Taylor)। তাসকিনের ফুলার ডেলিভারি টেলর ডিফেন্স করেন। তারপরেও সকলকে চমকে দিয়ে বাংলাদেশের ক্য়াপ্টেন মোমিনুল হক (Mominul Haque) এলবিডব্লিউ-এর আবেদন জানান। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে যে, তাসকিনের বল টেলরের প্যাড এবং পায়ের ধারেকাছেও ছিল না! উল্টে টেলর বলটি খেলেন তাঁর ব্যাটের নিচের অংশ দিয়ে। এই ভিজুয়াল পর্দায় দেখার পরে বাংলাদেশ দলের মুখেও কোনও শব্দ ছিল না। বাংলাদেশ ডিআরএস নেওয়ার ক্ষেত্রে একাধিকবার তাঁদের দুর্বলতা দেখিয়েছে। এবার যেন সব ইতিহাসকে ছাপিয়ে নতুন ইতিহাস লিখল তারা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)